আরোহ অনুমান গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। Class 12th Philosophy important short Question Answer
আরোহ অনুমান
1. আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন ধরনের বচন?
উত্তর:- আরোহ অনুমানের সিদ্ধান্তটি সর্বদাই সামান্য সংশ্লেষক বচন হয়।
2. বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান " - কথাটি কে বলেছেন?
উত্তর:- "বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান" - কথাটি বলেছেন জয়েস।
3. কোন যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য ও কোন যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত?
উত্তর:- আরোহ যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য ও অবরোহ যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত।
4. আরোহ অনুমানে কমপক্ষে কয়টি আশ্রয় বাক্য থাকে?
উত্তর:- আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই একাধিক আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়।
5. কোন অনুমানে সামান্যীকরণ প্রক্রিয়া অবলম্বন করা হয়?
উত্তর:- আরোহ অনুমানে সামান্যীকরণ প্রক্রিয়া অবলম্বন করা হয়।
6. কোন অনুমানে সামান্যীকরণ প্রক্রিয়া অবলম্বন করা হয়?
উত্তর:- আরোহ অনুমানে সামান্যীকরণ প্রক্রিয়া অবলম্বন করা হয়।
7. আরোহ অনুমানের প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর:- আরোহমূলক লাফ হল আরোহ অনুমানের প্রধান বৈশিষ্ট্য।
8. কোন যুক্তিকে বৈধ বা অবৈধ বলা যায় না?
উত্তর:- আরোহ যুক্তিকে বৈধ বা অবৈধ বলা যায় না।
9. আরোহমূলক লাফ বা ফাঁক বা ঝাঁপ বা ঝুঁকি কাকে বলে?
উত্তর:- আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্য সিদ্ধান্ত নিঃসরন করা হয়, ফলে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে একটি অন্তর থেকে যায়। এই অন্তর অতিক্রম করে সিদ্ধান্তের দিকে যে লাফ দেওয়া হয় তাকে বলা হয় আরোহমূলক লাফ।
10. আরোহ অনুমান হল একপ্রকার অন্ধকারে ঝাঁপ দেওয়া" - এ কথা কে বলেছেন?
উত্তর:- "আরোহ অনুমান হল একপ্রকার অন্ধকারে ঝাঁপ দেওয়া" - এ কথা বলেছেন জন স্টুয়ার্ট মিল।
11. আরোহ অনুমানের আকারগত ভিত্তি কয়টি ও কি কি?
উত্তর:- আরোহ অনুমানের আকারগত ভিত্তি দুইটি প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি।
12. আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কয়টি ও কি কি?
উত্তর:- আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি দুইটি যথা পরীক্ষন ও পর্যবেক্ষণ।
13. প্রকৃতির একরূপতা নীতি কি?
উত্তর:- প্রকৃতির সময় অবস্থায় সম আচরণ করার নীতিকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি।
14. কারণ কাকে বলে?
উত্তর:- কারণ হলো কার্যের নিয়ত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, অব্যবহিত, পূর্ববর্তী ঘটনা।
15. বৈজ্ঞানিক বা প্রকৃত আরোহ অনুমান কাকে বলে?
উত্তর:- পরীক্ষান ও পর্যবেক্ষণের ভিত্তিতে কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্ত সংগ্রহ করে, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতির উপর ভিত্তি করে যখন একটি সামান্য সংশ্লেষক বচনকে সম্ভাব্য সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠিত করা হয় যে যুক্তিতে তাকে বলা হয় প্রকৃত আরোহ অনুমান বা আরোহ অনুমান বা বৈজ্ঞানিক আরোহ অনুমান।
16. কোন আরোহ অনুমানের অপর নাম লৌকিক আরোহ অনুমান?
উত্তর:- অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের অপর নাম হল লৌকিক আরোহ অনুমান।
17. অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বা লৌকিক আরোহ অনুমান কাকে বলে?
উত্তর:- প্রকৃতির একরূপতা নীতি বা কার্যকারণ নীতির উপর ভিত্তি না করে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে যে আরোহ অনুমান গঠন করা হয় তাকে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বা লৌকিক আরোহ অনুমান।
18. সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি কাকে বলে?
উত্তর:- যে আরোহ অনুমানে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে কয়েকটি প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে উভয়ের মধ্যে নতুন সাদৃশ্যের অনুমান করাকে বলা হয় সাদৃশ্য মূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি।
19. A System of logic" গ্রন্থটি কার লেখা?
উত্তর:- "A System of logic" গ্রন্থটি লিখেছেন জন স্টুয়ার্ট মিল।
20. মন্দ উপমা যুক্তি কাকে বলে?
উত্তর:- কতকগুলি অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে দুটি বিষয়ের মধ্যে একটি নতুন সাদৃশ্যের অনুমান করা হয় যে উপমা যুক্তিতে তাকে বলা হয় মন্দ উপমা যুক্তি।
যেমন - বেশি স্নান করো না দড়ির মতো তুমিও পচে যাবে।
21. অবৈধ সামান্যীকরণ কাকে বলে?
উত্তর:- প্রকৃতির একরূপতা নীতি বা কার্যকারণ নীতি কে অনুসরণ না করে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে গৃহীত কতকগুলো বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় যে সামান্যীকরণ প্রক্রিয়াতে তাকে বলা অবৈধ সামান্যীকরণ।
22. সামান্যীকরণ কাকে বলে?
উত্তর:- প্রকৃতির একরূপতা নীতি বা কার্যকারণ নীতির উপর ভিত্তি করে যখন কতকগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সামান্য বচন সিদ্ধান্ত রূপে গৃহীত হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় সামান্যীকরণ।
Post a Comment