প্রিয় শিক্ষার্থীদের  সুবিধার্থে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নগুলির ত্তর নিম্নে প্রদান করা হয়েছে। Class 11 1st Semester Political Science Question Answer.


Class Eleven First Semester Political Science Question


১. আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় -
(ক) রুশোকে
(খ) ম্যাকিয়াভেলিকে
(গ) জন লককে
(ঘ) মন্তেস্কুকে

Ans- (খ) ম্যাকিয়াভেলিকে

২. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়-
(ক) প্লেটোকে
(গ) অ্যারিস্টট্লকে
(খ) ম্যাকিয়াভেলিকে
(ঘ) রুশোকে

Ans- (গ) অ্যারিস্টটলকে

৩. রাষ্ট্রবিজ্ঞান হল একটি -
(ক) স্থিতিশীল শাস্ত্র
(খ) গতিশীল শাস্ত্র
(গ) নিষ্ক্রিয় শাস্ত্র
(ঘ) উপরের সব ভুল

Ans- (খ) গতিশীল শাস্ত্র

৪.'A Grammar of Politics' গ্রন্থটি লিখেছেন -
(ক) ল্যাঙ্কি
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) অ্যারিস্টটল

Ans- (ক) ল্যাঙ্কি

৫. 'রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান' একথা বলেছিলেন -
(ক) ম্যাকিয়াভেলি
(খ) জন লক্
(গ) ব্রাইস
(ঘ) পেটেল

Ans- (গ) ব্রাইস

৬. 'অর্থশাস্ত্র' এর রচয়িতা কে ছিলেন -
(ক) রুশো
(খ) গেটেল
(গ) হবস্
(ঘ) কৌটিল্য

Ans-(ঘ) কৌটিল্য

৭. রাষ্ট্র' শব্দটির প্রয়োেগ সবপ্রথম কার রচনায় লক্ষ করা যায়?
(ক) প্লেটোর
(খ) অ্যারিস্টরে
(গ) গার্নারের
(ঘ) ম্যাকিয়াভেলির

Ans- (ঘ) ম্যাকিয়াভেলির

৮. সিসেরোর বিখ্যাত গ্রন্থ নিচের কোনটি -
(ক) De Republica
(খ) The Spirit of Law
(গ) Human Nature in Politics
(ঘ) The Politics

Ans- (ক) De Republica

৯. কাকে নবজাগরণের শিশু বলা হয় -
(ক) প্লেটোকে
(খ) অ্যারিস্টটলকে
(গ) ম্যাকিয়াভেলিকে
(ঘ) লাইবনিজকে

Ans- (গ) ম্যাকিয়াভেলিকে

১০. রাষ্ট্রবিজ্ঞানের নিউটন কাকে বলা হয়-
(ক) প্লেটোকে
(খ) কাল মার্কসকে
(গ) ম্যাকিয়াভেলিকে
(ঘ) গেটেলকে

Ans- (গ) ম্যাকিয়াভেলিকে

১১. গ্রিক 'পলিস' এর মূল অর্থ কি -
(ক) গ্রাম
(খ) শহর
(গ) নগর
(ঘ) নগররাষ্ট্র

Ans- (ঘ) নগররাষ্ট্র

১২. প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ছিল -
(ক) জনকল্যান রাষ্ট্র
(খ) দাস রাষ্ট্র
(গ) নগর রাষ্ট্র
(ঘ) সব ভুল

Ans- (গ) নগর রাষ্ট্র

১৩. মন্তেস্কুর বিখ্যাত গ্রন্থটির নাম নিচের কোনটি -
(ক) The Prince
(খ) The Spirit of Law
(গ) Public Opinion
(ঘ) Human Nature in Politics

Ans- (খ) The Spirit of Law

১৪. রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে' - যে বলেছেন তিনি হলেন -
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) সক্রেটিস
(ঘ) গার্নার

Ans- (ঘ) গার্নার

১৫.কোনটি রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?
(ক) সার্বভৌমিকতা
(খ) জনসমষ্টি
(গ) ভূখণ্ড
(ঘ) সরকার

Ans-(ক) সার্বভৌমিকতা

১৬. আচরণবাদ হল-
(ক) আচরণকেন্দ্রিক আলোচনা
(খ) নৈতিক আলোচনা
(গ) অনৈতিক আলোচনা
(ঘ) দার্শনিক আলোচনা

Ans- (ক) আচরণকেন্দ্রিক আলোচনা

১৭. প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৭ খ্রিস্টাব্দে

Ans- (গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

১৮. অ্যারিস্টটল একজন ______ দার্শনিক ছিলেন?
(ক) ভারতীয়
(খ) জাপানী 
(গ) গ্রিক
(ঘ) জার্মানি

Ans- (গ) গ্রিক

১৯. উদারনীতিবাদের জনক বলা হয় -
(ক) প্লেটোকে
(খ) জন লককে
(গ) জেমস মিলকে
(ঘ) অ্যারিস্টটলকে

Ans- (খ) জন লককে

২০. রাষ্ট্রবিজ্ঞান ______ বিজ্ঞানের শাখা |
(ক) সামাজিক
(খ) অর্থনীতি
(গ) নৈতিক
(ঘ) সব ভুল

Ans- (ক) সামাজিক

২১. মানুষ সামাজিক জীব' কথাটি বলেছেন কে-
(ক) গেটেল 
(খ) মার্ক কাল
(গ) লক্
(ঘ) অ্যারিস্টটল

Ans- (ঘ) অ্যারিস্টটল

২২. রাজনৈতিক সার্বভৌমিকতার জনক কাকে বলা হয় -
(ক) জন লক্
(খ) ম্যাকিয়াভেলি
(গ) ল্যাঙ্কি
(ঘ) গান্ধিজি

Ans- (ক) জন লক্

২৩. প্রিন্স' গ্রন্থটির লেখক কে -
(ক) জন স্টুয়ার্ট
(খ) ল্যাঙ্কি
(গ) ম্যাকিয়াভেলি

(ঘ) গান্ধিজি
Ans- (গ) ম্যাকিয়াভেলি

২৪. জন স্টুয়ার্ট মিল এর একটি বিখ্যাত গ্রন্থ হল -
(ক) On Liberty
(খ) The Prince
(গ) Public Opinion
(ঘ) The Second Sex

Ans- (ক) On Liberty

২৫. আধুনিক অর্থে 'রাষ্ট্র' শব্দটি সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন -
ক) ল্যাঙ্কি
(খ) ম্যাকিয়াভেলি
(গ) অ্যারিস্টটল
(ঘ) প্লেটো

Ans- (খ) ম্যাকিয়াভেলি

২৬. গান্ধিজির রাষ্ট্রহীন সমাজের নাম ছিল -
(ক) রামরাজ্য
(খ) অযোধ্যা
(গ) নৈরাজ্য
(ঘ) সবগুলি ভুল

Ans- (ক) রামরাজ্য

২৭. রাষ্ট্র হল শ্রেনি শোষনের হাতিয়ার"- কথাটি বলেছেন -
(ক) গান্ধিজি
(খ) লনিন
(গ) কার্ল মার্কস
(ঘ) প্লেটো

Ans- (গ) কার্ল মার্কস

২৮. জনগনের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন -
(ক) অ্যারিস্টটল
(খ) রুশো
(গ) ল্যাঙ্কি
(ঘ) লক

Ans-(খ) রুশো

২৯. রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়-
(ক) সরকারকে
(খ) সার্বভৌমত্বকে
(গ) ভূখণ্ডকে
(ঘ) জনগণকে

Ans-(ক) সরকারকে

৩০. 'রাষ্ট্র' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে।
(ক) পলিস
(খ) পল্
(গ) লক্
(ঘ) গিল্ড

Ans- ক) পলিস

৩১. কাকে নবজাগরণের শিশু বলা হয় -
(ক) প্লেটোকে
(খ) অ্যারিস্টটলকে
(গ) ম্যাকিয়াভেলিকে
(ঘ) লাইবনিজকে

Ans- (গ) ম্যাকিয়াভেলিকে

৩২. পলিস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে -
ক) ইংরেজি
(খ) ফরাসি
(গ) বাংলা
(ঘ) গ্রিক

Ans- (ঘ) গ্রিক

৩৩. পলিস' বলতে কী বোঝায় -
(ক) নগর
(খ) শহর
(গ) নগররাষ্ট্র
(ঘ) সমাজ

Ans- (গ) নগররাষ্ট্র

৩৪. সিভিটাস' বলতে কী বোঝায়- for your future
ক) বৃহৎ নগর
(খ) ক্ষুদ্র নগররাষ্ট্র
(গ) ক্ষুদ্র শহর
(ঘ) বৃহৎ শহর

Ans- (খ) ক্ষুদ্র নগররাষ্ট্র

৩৫. রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবন যাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি'- একথা কে করেছেন -
ক) প্লেটো
(খ) গেটেল
(গ) কাল মার্কস
(ঘ) অ্যারিস্টটল

Ans- (ঘ) অ্যারিস্টটল

৩৬. রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কোন রাষ্ট্রবিজ্ঞানী দিয়েছিলেন -
ক) প্লেটো
(খ) গার্নার
(গ) কাল মার্কস
(ঘ) অ্যারিস্টটল

Ans- (খ) গার্নার

৩৭. পশুশক্তি নয়, জনগণের সম্মতিই হল রাষ্ট্রের ভিত্তি' একথা বলেছেন -
(ক) গ্রিন
(খ) গার্নার
(গ) প্লেটো
(ঘ) অ্যারিস্টটল

Ans- (ক) গ্রিন বলেছেন

৩৮. গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানের কথা উল্লেখ করেছেন -
(ক) ৫ টি
(খ) ১ টি
(গ) ২ টি
(ঘ) ৪ টি

Ans- (ঘ) ৪ টি

৩৯. রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচের কোনটি -
(ক) সার্বভৌমিকতা
(গ) নাগরিক আচরণ
(খ) সমাজ
(ঘ) আইনি ব্যবস্থা

Ans- (ক) সার্বভৌমিকতা

৪০. রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয় -
(ক) জনগণ
(খ) সরকার
(গ) সার্বভৌমিকতা
(ঘ) সংবিধান

Ans- (গ) সার্বভৌমিকতা

৪১. জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন কে-
ক) লেনিন
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টটল
(ঘ) রুশো

Ans- (ঘ) রুশো

৪২. রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় -
(ক) জনগণকে
(খ) সরকারকে
(গ) সার্বভৌমিকতাকে
(ঘ) ভূখণ্ডকে

Ans- (খ) সরকারকে

৪৩. বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ কোনটি 
(ক) ভারত
(খ) চিন
(গ) রাশিয়া
(ঘ) আমেরিকা

Ans- (ক) ভারত

৪৪. কোন গ্রন্থে লক্ তার রাষ্ট্র উৎপত্তি বিষয়ে অবতারণা করেছিলেন -
(ক) Two Treatises of Government
(খ) Understanding
(গ) Natural Religion
(ঘ) On Liberty

Ans- (ক) Two Treatises of Government

৪৫. একজন ব্যক্তি একই সঙ্গে _____ একাধিক সদস্য হতে পারে না। 
(ক) সংঘের
(খ) প্রতিষ্ঠানের
(গ) সরকারের
(ঘ) রাষ্ট্রের

Ans- (ঘ) রাষ্ট্রের

৪৬. ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন-
(ক) জনগণ
(খ) দেশহীন
(গ) বিদেশি
(ঘ) পর্যটন

Ans- (গ) বিদেশি

৪৭. ভোট দেওয়ার অধিকার রয়েছে -
(ক) পুরুষদের
(খ) মহিলাদের
(গ) রাজাদের
(ঘ) নাগরিকদের

Ans- (ঘ) নাগরিকদের

৪৮. একই সময়ে একজন ব্যক্তি নাগরিক হতে পারে কয়টি দেশের-
(ক) একাধিক দেশের
(খ) দুটি দেশের
(গ) একটি দেশের
(ঘ) তিনটি দেশের

Ans- (গ) একটি দেশের

৪৯.কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল দ্বিনাগরিকত্ব -
(ক) দ্বিকেন্দিক শাসিত
(খ) এককেন্দ্রিক শাসিত
(গ) যুক্তরাষ্ট্রীয় শাসিত
(ঘ) রাজ্যপাল শাসিত

Ans- (গ) যুক্তরাষ্ট্রীয় শাসিত

৫০. দ্বৈত-নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে -
(ক) ভারতে
(খ) রাশিয়াতে
(গ) চিনে
(ঘ) মার্কিনযুক্তরাষ্ট্রে

Ans- (ঘ) মার্কিনযুক্তরাষ্ট্রে



Post a Comment

Previous Post Next Post