একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর 2025 - Class 11 Political Science First Semester Question and Answer
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
Class 11 Political Science 1st Semester Question Answer
সেমিস্টার - ১
রাষ্ট্রবিজ্ঞান: রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর
(প্রশ্নমান : 1 × 4 = 4)
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রাষ্টবিজ্ঞান প্রথম সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে প্রদান করা হল।
১) 'রাষ্ট্রবিজ্ঞান' কথাটি প্রথম প্রয়োেগ করেন —
(ক) লিবনিজ
(খ) নোজিক
(গ) ম্যাকিয়াভেলি
(ঘ) টমাস হবস্
(ক) লিবনিজ
২) রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দু'টি বিষয়বস্তু হলো —
(ক) রাষ্ট্র ও জনগণ
(খ) রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা
(গ) রাষ্ট্র ও সরকার
(ঘ) রাষ্ট্র ও গণতন্ত্র
(গ) রাষ্ট্র ও সরকার
৩) 'রাষ্ট্রবিজ্ঞান – এর শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে।' বলেছেন —
(ক) গেটেল
(খ) গার্নার
(গ) সিলি
(ঘ) ল্যাস্কি
(খ) গার্নার
৪) রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন —
(ক) ম্যাকিয়াভেলি
(খ) কোৎ
(গ) হবস
(ঘ) অ্যারিস্টটল
(ঘ) অ্যারিস্টটল
৫) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন —
(ক) ডেভিড ইস্টন
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টটল
(ঘ) গার্নার
(ঘ) গার্নার
৬) 'রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পাঠ।' উক্তিটি করেন —
(ক) গার্নার
(খ) গেটেল
(গ) নোজিক
(ঘ) রাসেল
(খ) গেটেল
৭) 'Politics' কথাটি কোন শব্দ থেকে এসেছে?
(ক) Polis
(খ) Political
(গ) Polistics
(ঘ) কোনোটিই নয়
(ক) Polis
৮) রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী ছিলেন —
(ক) অ্যারিস্টটল
(খ) গ্রিন
(গ) গার্নার
(ঘ) হবস্
(ক) অ্যারিস্টটল
৯) স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন —
(ক) রুশো
(খ) লক
(গ) হক্স
(ঘ) মিল
(খ) লক
১০) উদারনীতিবাদের জনক হলেন —
(ক) অ্যারিস্টটল
(খ) মন্তেস্কু
(গ) লক
(ঘ) হবস্
(গ) লক
১১) উদারনীতিবাদের দু'জন মুখ্য প্রবক্তা কে?
(ক) বেন্থাম ও মিল
(খ) মন্তেস্কু ও লক
(গ) অ্যালান বল ও গ্রিন
(ঘ) গার্নার ও লিপম্যান
(ক) বেন্থাম ও মিল
১২) পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) অ্যালান বল
(ঘ) গার্নার
(ক) অ্যারিস্টটল
১৩) রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) ব্রাইস
(ঘ) সিজউইক
(ক) প্লেটো
১৪) 'রাজনৈতিক ক্রিয়া-কলাপ বলতে মূলত বিরোধ ও তার নিষ্পত্তিকে বুঝিয়েছেন'- কে?
(ক) ডেভিড ইস্টন
(খ) অ্যালান বল
(গ) বুন্টলি
(ঘ) গার্নার
(খ) অ্যালান বল
১৫) রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন —
(ক) হবস্
(খ) অ্যারিস্টটল
(গ) ব্রাইস
(ঘ) সিজউইক
(গ) ব্রাইস
১৬) দাস ক্যাপিটাল গ্রন্থের রচায়তা কে?
(ক) কার্ল মার্ক্স
(খ) হবস্
(গ) ব্রাইস
(ঘ) বুন্টলি
(ক) কার্ল মার্ক্স
১৭) 'The Political System'গ্রন্থটি
লিখেছেন —
(ক) গার্নার
(খ) বুন্টলি
(গ) ডেভিড ইস্টন
(ঘ) অ্যারিস্টটল
(গ) ডেভিড ইস্টন
১৮.'The Communist Manifesto' গ্রন্থের রচয়িতা কে?
(ক) গেটেল
(খ) রাসেল
(গ) ল্যাস্কি
(ঘ) কার্ল মার্কস ও ফেডারিক এঙ্গেলস
ঘ) কার্ল মার্কস ও ফেডারিক এঙ্গেলস
১৯) 'বল নয়, জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি।' উক্তিটি করেন —
(ক) লক
(খ) টি. এইচ. গ্রিন
(গ) হবস
(ঘ) মস্তেস্কু
খ) টি. এইচ. গ্রিন
২০) 'রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতেই নিষ্পন্ন হয়' – কার উক্তি?
(ক) অ্যালান বল
(খ) ডেভিড ইস্টন
(গ) হ্যারল্ড ল্যাসওয়েলের
(ঘ) লক
(গ) হ্যারল্ড ল্যাসওয়েলের
২১) রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন-
(ক) রুশো
(খ) হবস্
(গ) লক
(ঘ) হুক
(গ) লক
২২) 'দা স্টেট অ্যান্ড রিভলিউশন' গ্রন্থে রচয়িতা কে?
(ক) লিপম্যান
(খ) গ্রিন
(গ) লেনিন
(ঘ)গার্নার
(গ) লেনিন
২৩) আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন-
(ক) বোঁদা
(খ) লক
(গ) রুশো
(ঘ) হবস্
(ঘ) হবস্
২৪) কোন সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ?
(ক) 1944 সালে
(খ) 1945 সালে
(গ) 1948 সালে
(ঘ) 1955 সালে
(খ) 1945 সালে
২৫) ক্ষমতাকে রাজনীতির মূল বিষয় বলেছেন কারা?
(ক) রবার্ট ডাল ও লাসওয়েল
(খ) অ্যাকুইনাস
(গ) গার্নার
(ঘ) লিপম্যান
(ক) রবার্ট ডাল ও লাসওয়েল
২৬) 'Public Opinion'গ্রন্থটি কে
লিখেছেন?
(ক) লিপম্যান
(খ) গার্নার
(গ) অ্যারিস্টটল
(ঘ) বুন্টলি
(ক) লিপম্যান
২৭) নবজাগরণে শিশু বলা হয় কাকে?
(ক) ম্যাকিয়াভেলি
(খ) অ্যাকুইনাস
(গ) অ্যারিস্টটল
(ঘ) হবস্
(ক) ম্যাকিয়াভেলি
২৮) কে আধুনিক রাষ্ট্রচিত্তার জনক?
(ক) অ্যাকুইনাস
(খ) ম্যাকিয়াভেলি
(গ) হবস্
(ঘ) লক
(খ) ম্যাকিয়াভেলি
২৯) 'মানুষ রাজনৈতিক জীব' —উক্তিটি কে করেন?
(ক) গার্নার
(খ) প্লেটো
(গ) রুশো
(ঘ) অ্যারিস্টটল
(ঘ) অ্যারিস্টটল
৩০) 'অর্থশাস্ত্র'-গ্রন্থটির রচয়িতা হলেন —
(ক) কৌটিল্য
(খ) বেদব্যাস
(গ) বাল্মীকি
(ঘ) কালিদাস
(ক) কৌটিল্য
৩১) 'রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ।'কে বলেছেন?
(ক) মার্ক্স
(খ) হবস
(গ) অ্যালান বল
(ঘ) ডেভিড ইস্টন
(গ) অ্যালান বল
৩২) 'জনগণের সার্বভৌমিকতা'তত্ত্বের প্রবক্তা কে?
(ক) গেটেল
(খ) প্লেটো
(গ) রুশো
(ঘ) অ্যারিস্টটল
(গ) রুশো
৩৩) মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদে নাম হলো —
(ক) অগাস্টাইন
(খ) অ্যারিস্টটল
(গ) মার্কস
(ঘ) অশোক
(গ) মার্কস
৩৪) রাষ্ট্রবিজ্ঞানের সাথে আবহবিজ্ঞানের কে তুলনা করেছেন?
(ক) লর্ড ব্রাইস
(খ) টি . এইচ. গ্রিন
(গ) নোজিক
(ঘ) পলিবিয়াস
(ক) লর্ড ব্রাইস
৩৫) একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো —
(ক) ম্যাকিয়াভেলি
(খ) পলিবিয়াস
(গ) কৌটিল্য
(ঘ) প্লেটো
(খ) পলিবিয়াস
Post a Comment