উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন
মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো। [সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)]
উত্তরঃ
সংজ্ঞা: যুক্তিবিজ্ঞানী মিল কার্য-কারণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণের লক্ষ্যে যে পাঁচটি পদ্ধতির উল্লেস করেছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয় অন্বয়ী পদ্ধতি। তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন, "অনুসন্ধানের বিষয়ীভূত ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে যদি একটি মাত্র ঘটনা সমভাবে উপস্থিত থাকে, তাহলে যে ঘটনাটিতে দৃষ্টান্তগুলির মিল থাকে সেই ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ বলে গণ্য হবে"।
আকার:
∴ A- হল a এর কারণ।
অসুবিধাঃ অন্বয়ী পদ্ধতি অসুবিধাগুলি হল-
১) অন্বয়ী পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর বলে দুটি ঘটনার মধ্যে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌছাতে পারেনা।
২) অন্বয়ী পদ্ধতি কার্য কারণ সম্বন্ধ প্রতিষ্ঠায় অসমর্থ।
৩) অন্বয়ী পদ্ধতিতে অপর্যবেক্ষণজনিত দোষের সম্ভাবনা সবসময় থেকেই যায়।
৪) বহুকারণ সম্ভাবনা অন্বয়ী পদ্ধতিকে দোষযুক্ত করে।
পরিশেষে বলা যায় যে, অন্বয়ী পদ্ধতি সুনিশ্চিতভাবে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করতে না পারলেও প্রকল্প গঠনের ক্ষেত্রে অনুরী পদ্ধতির ভূমিকা গুরুত্বপূর্ণ।
Post a Comment