নিরপেক্ষ বচন বলতে কি বোঝ? ইহার অংশগুলি কি কি? নিরপেক্ষ বচনে সংযোজকের ভূমিকা আলোচনা কর।


উত্তর:- বচনকে সাধারনত দুই ভাগে ভাগ করা যায়, যথা সাপেক্ষ ও নিরপেক্ষ। যে বচনে উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধটি অন্য কোন শর্তের উপর নির্ভর করে না, তাকে বলা হয় নিরপেক্ষ বচন।

      যেমন - ফুলটি হয় লাল ।

এখানে ফুলটিকে লাল হওয়ার জন্য অন্য কোন শর্তের উপর নির্ভর করতে হচ্ছে না, তাই এটি নিরপেক্ষ বচন।


যে কোন নিরপেক্ষ বচনে চারটি অংশ থাকে, যথা -

• পরিমান (মানক),

• উদ্দেশ্য,

• সংযোজক (গুন) ও

• বিধেয়।


যে শব্দ বচনের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে সংযোজক বলে। যে কোন নিরপেক্ষ বচনের বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে কোন কিছু স্বীকার বা অস্বীকার করে। এই স্বীকৃতি বা অস্বীকৃতির বিষয়টিকে প্রকাশ করে সংযোজক। এই ভাবে সংযোজকের ভিত্তিতে কোন নিরপেক্ষ বচন সদর্থক না নঞর্থক তা নির্নয় করা সম্ভব হয়। যদি কোন বচনের বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে কোন কিছু স্বীকার করে তাহলে সেটি সদর্থক বচন হবে এবং যদি কোন বচনের বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে কোন কিছু অস্বীকার করে তাহলে সেটি নঞর্থক বচন হবে। 

যেমন -

সদর্থক বচন :- মৌসুমী হয় মেধাবী ছাত্রী

এটি হল সদর্থক বচন, কেননা এই বচনে 'হয়' সংযোজকের দ্বারা মৌসুমী সম্পর্কে 'মেধাবী ছাত্রী' কথাটিকে স্বীকার করা হয়েছে।


নঞর্থক বচন :- স্বাগতা নয় অসৎ

এটি হল নঞর্থক বচন, কেননা এই বচনে 'নয়' সংযোজকের দ্বারা স্বাগতা সম্পর্কে 'অসৎ' কথাটিকে অস্বীকার করা হয়েছে।


সংযোজকের স্বরুপ সম্পর্কে যুক্তি বিজ্ঞানীদের মধ্যে মতভেদ থাকলেও যে সব বিষয়ে যুক্তি বিজ্ঞানীরা একমত সেগুলি নিম্নে আলোচনা করা হল- 


১) সংযোজক কোন পদ নয়, উদ্দেশ্য ও বিধেয় পদের সম্পর্ক প্রকাশক একটি শব্দমাত্র।


২) সংযোজক সব সময়ই 'হওয়া' ক্রিয়ার বর্তমান কালের রুপ হবে। সদর্থক বচনের ক্ষেত্রে 'হয়', 'হন', 'হই', 'হও' প্রভৃতি শব্দ ব্যবহৃত হয় এবং নঞর্থক বচনের ক্ষেত্রে 'নয়', 'নন', 'নই', 'নও' প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়।


৩) বাক্যের নঞর্থক চিহ্নটি সর্বদাই সংযোজকের সঙ্গে ব্যবহৃত হয়ে বচনকে নঞর্থক রুপে প্রতিষ্টা করে।



Post a Comment

Previous Post Next Post