দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় (বিরোধীতা) সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | Higher Secondary Philosophy Chapter 3 SAQ Question Answer


১) বিরোধীতা কোন, প্রকার যুক্তি মাধ্যম না অমাধ্যম?

উত্তর: বিরোধিতা একপ্রকার অমাধ্যম যুক্তি।


২) বিরোধীতা বা বিরোধীনমান কয় প্রকার ও কী কী?

উত্তর: বিরোধিতা মূলত চার প্রকার ।

(১) বিপরীত বিরোধীতা (Contrary)

(২) অধীন বিপরীত বিরোধীতা (Sub Contrary)

(৩) অসম বিরোধীতা (Sub Altern)

(৪) বিশুদ্ধ বিরোধীতা (Contradictory)


৩) অ্যারিষ্টটলের মতে বিরোধীতার সংজ্ঞা দাও।

উত্তর: একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন যদি একই সঙ্গে সত্য না হতে পারে তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিরোধিতা।


৪) অ্যারিষ্টটল কোন কোন বিরোধীতা স্বীকার করেন?

উত্তর: অ্যারিস্টোটল দুই প্রকার বিরোধিতা স্বীকার করেন - বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতা।


৫) অ্যারিষ্টটল কোন কোন, রিবোরীতা স্বীকার করেন না ?

উত্তর: অ্যারিস্টোটল দুই প্রকার বিরোধিতা স্বীকার করেন না - অধীন বিপরীত বিরোধিতা ও অসম বিরোধিতা।


৬) 'A' বচনের বিপরীত বিরোধী বচন কী-

উত্তর: 'A' বচনের বিপরীত বিরোধী বচন হল 'E'


৭) 'I' ও '0' বচনের মধ্যে কোন বিরোধীতা আছে। 

উত্তর: অধীন বিপরীত বিরোধীতা |


৮) বিপরীত বিরোধান্নাকানের নিয়মটি লেখ। (এই ধরনের)

উত্তর: বিপরীত বিরোধিতার সম্বন্ধ বিশিষ্ট একটি বচন সত্য হলে অপর বচনটি হবে মিথ্যা এবং একটি বচন মিথ্যা হলে অপর বচনটি হবে অনিশ্চিত।


৯) বচনের বিরোধীতার প্রধান দুটি বৈশিষ্ঠ্য লেখ।

উত্তর: (১) বিরোধিতার সম্বন্ধ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য এবং বিধেয় অভিন্ন হবে।

(২) এই সম্বন্ধযুক্ত দুটি বচনের হয় গুণের পার্থক্য অথবা পরিমাণের পার্থক্য অথবা গুন ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে।


১০) বচনের বিরোধিতার ক্ষেত্রে ক-টি বচন থাকে?

 উত্তর: বচনের বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন থাকে।

Post a Comment

Previous Post Next Post