দ্বাদশ শ্রেণীর দর্শন নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | Higher Secondary Philosophy Chapter 5 SAQ Question Answer


১) ন্যায় কাকে বলে ?

উত্তর: যে মাধ্যম অবরোহ যুক্তিতে অন্তত ও সর্বাপেক্ষা দুইটি আশ্রয় বাক্যের অপর ভিত্তি করে একটি সুনিশ্চিত সিদ্ধান্ত নিঃসরণ করা হয় সেই যুক্তিকে বলা হয় ন্যায়।

যেমন -

সকল মানুষ হয় মরণশীল (A)

রাম হয় মানুষ (A)

:: রাম হয় মরণশীল (A)


২) নিরপেক্ষ ন্যায় কাকে বলে ?

উত্তর: যে অমিশ্র ন্যায় এর প্রত্যেকটি বচন নিরপেক্ষ বচন হয় তাকে বলা হয় নিরপেক্ষ ন্যায়।

যেমন -

সকল মানুষ হয় মরণশীল (A)

রাম হয় মানুষ (A)

:- রাম হয় মরণশীল (A)


৩) মাধ্যম অনুমান কাকে বলে ?

উত্তর: যে অবরোহ যুক্তিতে সর্বদাই একাধিক আশ্রয় বাক্য থেকে একটি সুনিশ্চিত সিদ্ধান্ত নিঃসরণ করা হয় তাকে বলা হয় মাধ্যম যুক্তি।

যেমন -

সকল মানুষ হয় মরণশীল (A)

রাম হয় মানুষ (A)

ஃ রাম হয় মরণশীল (A)


৪) নিরপেক্ষ ন্যায় কয়টি বচন থাকে? তাদের নাম লেখ।

উত্তর: নিরপেক্ষ ন্যায়ে তিনটি বচন থাকে -

প্রধান আশ্রয় বাক্য

অপ্রধান আশ্রয় বাক্য

সিদ্ধান্ত


৫) নিরপেক্ষ ন্যায় কয়টি পদ থাকে? তাদের নাম লেখ।

উত্তর: নিরপেক্ষ ন্যায়ে তিনটি পদ থাকে -

(১) পক্ষ পদ (S)

(২) সাধ্য পদ (P)

(৩) হেতু পদ (M)


৬) পক্ষ পদ কাকে বলে ?

উত্তর: নিরপেক্ষ ন্যায়ের যে স্থানে বা ক্ষেত্রে সাধ্যের সত্যতা দাবি করা হয় তাকে বলে পক্ষপাদ।

যেমন -

সকল মানুষ হয় মরণশীল (A)

রাম হয় মানুষ (A)

ஃ রাম হয় মরণশীল (A)


৭) সাধ্য পদ কাকে বলে ?

উত্তর: যেকোনো নিরপেক্ষ ন্যায়ে যার সত্যতা দাবি করা হয় তাকে বলা হয় সাধ্য পদ।

যেমন -

সকল মানুষ হয় মরণশীল (A)

রাম হয় মানুষ (A)

ஃ রাম হয় মরণশীল (A)


৮) হেতু পদ কাকে বলে ? 

উত্তর: নিরপেক্ষ ন্যায় যে পদের সাহায্যে পক্ষের সঙ্গে সাধ্য এর সম্পর্ক স্থাপন করা হয় তাকে বলা হয় হেতু পদ।

যেমন -

সকল মানুষ হয় মরণশীল (A)

রাম হয় মানুষ (A)

ஃ রাম হয় মরণশীল (A)



৯) নিরপেক্ষ ন্যায়ে পক্ষ পদ, এর অবস্থান লেখ।

উত্তর: নিরপেক্ষ ন্যায়ে যে পদ অপ্রধান আশ্রয় বাক্যে থাকে এবং সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে তাকে বলা হয় পক্ষ পদ।

যেমন -

সকল মানুষ হয় মরণশীল (A)

রাম হয় মানুষ (A)

ஃ রাম হয় মরণশীল (A)


১০) নিরপেক্ষ ন্যায়ে সাধ্য পদ এর অবস্থান লেখ।

উত্তর: নিরপেক্ষ ন্যায়ে যে পদ প্রধান আশ্রয় বাক্যে থাকে এবং সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে তাকে বলা হয় সাধ্য পদ।

যেমন -

সকল মানুষ হয় মরণশীল (A)

রাম হয় মানুষ (A)

ஃ রাম হয় মরণশীল) (A)


১১) নিরপেক্ষ ন্যায়ে হেতু পদ এর অবস্থান লেখ।

উত্তর: নিরপেক্ষ ন্যায়ে যে পদ দুটি আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলা হয় হেতু পদ।

যেমন -

সকল মানুষ হয় মরণশীল (A)

রাম হয় মানুষ (A)

ஃ রাম হয় মরণশীল (A)


১২) নিরপেক্ষ ন্যায়ে পক্ষ পদ, সাধ্য পদ ও হেতু পদকে কোন কোন বর্ণের দ্বারা চিহ্নিত করা হয়।

উত্তর: নিরপেক্ষ ন্যায়ে তিনটি পদ থাকে -

(১) পক্ষ পদ (S)

(২) সাধ্য পদ (P)

(৩) হেতু পদ (M)


১৩) সংস্থান কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি ?

উত্তর: নিরপেক্ষ ন্যায়ে হেতু পদের অবস্থান অনুযায়ী যে চিত্র গঠিত হয় তাকে বলা হয় সংস্থান।

সংস্থান চার প্রকার -

যথা - প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 


১৪) নিরপেক্ষ ন্যায়ের সম্ভাব্য মূর্তির সংখ্যা লেখ।

উত্তর: নিরপেক্ষ ন্যায়ে সম্ভাব্য মূর্তির সংখ্যা হল 256 টি।


১৫) নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা লেখ।

উত্তর: নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা হল 19 টি।


১৬) নিরপেক্ষ ন্যায়ে যদি তিনটির পরিবর্তে চারটি পদ থাকে তাহলে কি দোষ ঘটবে?

উত্তর: নিরপেক্ষ ন্যায়ে যদি তিনটির পরিবর্তে চারটি পদ থাকে তাহলে চারিপদ ঘটিত দোষ ঘটবে।


১৭) দুটি আশ্রয় বাক্যে হেতু পদ একবারও না ব্যাপ্য হলে কি দোষ ঘটবে ?

উত্তর: দুটি আশ্রয় বাক্যে হেতু পদ একবারও না ব্যাপ্য হলে যে দোষ ঘটবে তা হল অব্যাপ্য হেতু দোষ।


১৮) সাধ্য পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে কি দোষ ঘটবে ?

উত্তর: সাধ্য পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে অবৈধ সাধ্য দোষ ঘটবে।


১৯) দুটি আশ্রয় বাক্য নঙর্থক হলে কি দোষ ঘটবে ?

উত্তর: দুটি নঙর্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসরণ করলে যে দোষ ঘটবে তা হল নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ।


২০) কোন মূর্তি সব সংস্থানে বৈধ ?

উত্তর: EIO মূর্তিটি সব সংস্থানে বৈধ।


২১) একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার সিদ্ধান্ত মিথ্যা।

উত্তর: 

সকল জীব হয় শিং বিশিষ্ট প্রাণী (A) 

সকল মুরগি হয় জীব (A)

ஃ সকল মুরগি হয় শিং বিশিষ্ট প্রাণী (A)




Post a Comment

Previous Post Next Post