দ্বাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় (বচন) সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | Higher Secondary Philosophy Chapter 2 SAQ Question Answer 


১। বচন কাকে বলে?

ভাষায় প্রকাশিত অবধারণ কে বলা হয় বচন।

যেমন : সকল মানুষ হয় মরণশীল।


২। সমন্ধ অনুসারে বচন কত প্রকার ও কী কী?

সমন্ধ অনুসারে বচন দুই প্রকার 

(1) সাপেক্ষ্য (2) নিরপেক্ষ


৩। নিরপেক্ষ বচন কাকে বলে?

যে বচনের একটি অংশ অপর অংশের উপর নির্ভর করে না তাকে নিরপেক্ষ বচন বলে।

যেমন : রাম হয় মরণশীল।


৪। সাপেক্ষ্য বচন কাকে বলে?

যে বচনের একটি অংশ অপর অংশের উপর নির্ভর করে তাকে সাপেক্ষ বচন বলে।

যেমন: যদি বৃষ্টি হয় তাহলে মাঠ কাদা হবে ।


৫ | একটি আদর্শ নিরপেস বচনের করটি অংশ ও কী কী? 

একটি আদর্শ নিরপেস বচনের চারটি অংশ 

যথা - পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়।


৬ । সাধারণত কোন বাক্য বচন হয়?

সাধারণত ঘোষক বাক্য বচন হয়।


৭। গুণ অনুসারে নিরপেক্ষ বচন কত প্রকার ও কী কী?

গুন অনুসারে বচন দুই প্রকার

(১) সদর্থক

(২) নঙর্থক


৮। পরিমান অনুসারে নিরপেক্ষ বচন কত প্রকার ও কী কী,? 

পরিমাণ অনুসারে বচন দুই প্রকার

(১) সামান্য

(২) বিশেষ


৯। গুন ও পরিমান অনুসারে নিরূপের বচনের ভাগ লেখ 

গুন পরিমাণ অনুসারে বচন চার প্রকার

(১) সামান্য সদর্থক A

(২) সামান্য নঙর্থক E

(৩) বিশেষ সদর্থক।

(৪) বিশেষ নঙর্থক 0


১০। সত্যতা ও মিথ্যাত্ব কার ধর্ম?

সত্যতা বা মিথ্যাত্ব হল বচনের ধর্ম বা বাক্যের ধর্ম।


১১। সংযোজক বা গুন কী-

যেকোনো নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য ও বিধেয়কে যে পথ দ্বারা সংযুক্ত করা হয় তাকে বলা হয় সংযোজক। আর বচনের এই অংশটি যেহেতু বচনকে সদর্থক বা নঙর্থক রূপে চিহ্নিত করে তাই এর অপর নাম গুন।


১২। নিরিপেক্ষ বচনের পরিমান সূচক শব্দকে কী বলে?

নিরপেক্ষ বচন এর পরিমাণ সূচক শব্দকে বলা হয় মানক।


১৩। চার প্রকার নিরেপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা লেখ?

বচন উদ্দেশ্য (S) বিধেয় (P)

(১) A ব্যাপ্য অব্যাপ্য

(২) E ব্যাপ্য ব্যাপ্য

(৩) I অব্যাপ্য অব্যাপ্য

(৪) O অব্যাপ্য ব্যাপ্য

Post a Comment

Previous Post Next Post