একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রাষ্টবিজ্ঞান প্রথম সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে প্রদান করা হল।


Class Eleven First Semester Political Science Question Answer - Part 2


 ১. মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন কেবলমাত্র -

(ক) চাকরিজীবী সূত্রে

(খ) জন্মসূত্রে

(গ) অনুমোদন সূত্রে

(ঘ) সব ভুল


উত্তর: (খ) জন্মসূত্রে


২. ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে -

(ক) প্রথম অংশে

(খ) দ্বিতীয় অংশে

(গ) তৃতীয় অংশে

(ঘ) চতুর্থ অংশে


উত্তর: দ্বিতীয় অংশে


৩. ভারতের অর্জিত নাগরিক ছিলেন -

(ক) রুপম সিংহ

(খ) তসলিমা তেওড়ি

(গ) মাদার টেরেসা

ঘ) কাদম্বিন


উত্তর: (গ) মাদার টেরেসা


৪. নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে?

(ক) সুইজারল্যান্ডে

(খ) ভারতের

(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে

(ঘ) ফ্রান্সে


উত্তর: (ক) সুইজারল্যান্ডে


৫. ভারতের নাগরিকতা আইন পাস করে কে-

(ক) মুখ্যমন্ত্রী

(খ) প্রধানমন্ত্রী

(গ) সংসদ

(ঘ) সুপ্রিম কোর্ট


উত্তর: (গ) সংসদ


৬. Citizen' শব্দ একটি কি জাতীয় শব্দ - 

(ক) বাংলা

(খ) ইংরেজি

(গ) লাতিন

(ঘ) ইতালি


উত্তর: (গ) লাতিন


৭. জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের _______ পদ্ধতি।

(ক) স্বাভাবিক

(খ) অস্বাভাবিক

(গ) নৈতিক

(ঘ) অনৈতিক


উত্তর: (ক) স্বাভাবিক


৮. ভারতে বিদ্যমান রয়েছে _________?

(ক) দ্বীনাগরিকত্ব

(খ) একনাগরিত্ব

(গ) একাধিক না

(ঘ) আংশিক না


উত্তর: (খ) একনাগরিত্ব


৯. ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে 

(ক) ১৬ বছর

(খ) ১৮ বছর

(গ) ২০ বছর

(ঘ) ২১ বছর


উত্তর: (খ) ১৮ বছর


১০. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক-টি নীতি আছে -

(ক) ১ টি

(খ) ২ টি

(গ) ৩ টি

(ঘ) ৪ টি


উত্তর: ২ টি


১১. বদেশিরা কোন অধিকারটি উপভোগ করে না? 

(ক) অর্থনৈতিক

(খ) রাজনৈতিক

(গ) সামাজিক

(ঘ) উপরের সব ভুল


উত্তর: (খ) রাজনৈতিক


১২. ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত করা হয় কাকে?

(ক) প্রধানমন্ত্রী

(খ) রাষ্ট্রপতি

(গ) মুখ্যমন্ত্রী

(ঘ) রাজ্যপাল


উত্তর: (খ) রাষ্ট্রপতি


১৩. ভারতে সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়েছিল 

(ক) ২০১৬ খ্রিস্টাব্দে

(খ) ২০১৭ খ্রিস্টাব্দে

(গ) ২০১৮ খ্রিস্টাব্দে

(ঘ) ২০১৯ খ্রিস্টাব্দে


উত্তর: (ঘ) ২০১৯ খ্রিস্টাব্দে


১৪. সাইমন কমিশন ভারতে এসেছিল for your future

(ক) ১৯২৬ খ্রিস্টাব্দে

(খ) ১৯২৭ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে


উত্তর: ১৯২৭ খ্রিস্টাব্দে


১৫. গণপরিষদ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে -

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে


উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে


১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কীরূপ সংবিধান?

(ক) অলিখিত

(খ) সুপরিবর্তনীয়

(গ) নীতিসংঘবদ্ধ

(ঘ) দুষ্পরিবর্তনীয়


উত্তর:(গ) দুষ্পরিবর্তনীয়


১৭. বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল-

(ক) ব্রিটিশ সংবিধান

(খ) জাপানের সংবিধান

(গ) কানাডার সংবিধান

(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান


উত্তর: (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান


১৮. সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ'- কথাটি বলেছেন-

(ক) জেনিংস

(খ) হেগেল

(গ) প্লেটো

(ঘ) অ্যারিস্টটল


উত্তর: (ঘ) অ্যারিস্টটল


১৯. কোন সংবিধানের প্রকৃতি অস্পষ্ট প্রকৃতির?

(ক) দুষ্পরিবর্তনীয় সংবিধান

(খ) অনমনীয় সংবিধান

(গ) সুপরিবর্তনীয় সংবিধান

(ঘ) মিশ্র সংবিধান


উত্তর: (ক) সুপরিবর্তনীয় সংবিধান


২০. কোন্ রাষ্ট্রবিজ্ঞানী সংবিধান বলতে সেইসব আইনকানুন ও রীতিনীতির সমষ্টিকে বুঝিয়েছেন যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রিত করে থাকে?

(ক) লর্ড ব্রাইস

(খ) জেনিংস

(গ) লর্ড অ্যাক্টন

(ঘ) সি এফ স্ট্রং


উত্তর: (ক) লর্ড ব্রাইস


২১. সর্বাপেক্ষা প্রাচীন লিখিত সংবিধান হল-

(ক) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

(খ) গ্রেট ব্রিটেনের সংবিধান

(গ) গণপ্রজাতন্ত্রী চিনের সংবিধান

(ঘ) ভারতের সংবিধান


উত্তর: (ক) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান


২২. ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায়-

(ক) ইটালিতে

(খ) ফ্রান্সে

(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে

(ঘ) জার্মানিতে


উত্তর: (গ) মার্কিন যুক্তরাষ্ট্রে


২৩. ভারতের সংবিধান হল-

(ক) দুষ্পরিবর্তনীয়

(খ) সুপরিবর্তনীয়

(গ) শুধু অংশত সুপরিবর্তনীয়

(ঘ) অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়


উত্তর: (ঘ)অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়


২৪. পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হল-

(ক) ব্রিটেনের

(খ) মার্কিন যুক্তরাষ্ট্রের

(গ) রাশিয়ার

(ঘ) ভারতের


উত্তর: (ঘ) ভারতের


২৫. সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান-

(ক) জওহরলাল নেহরু

(খ) গান্ধিজি

(গ) বল্লভভাই প্যাটেল

(ঘ) জে বি আচার্য কৃপালিনী


উত্তর: (খ) গান্ধিজি


২৬. সংবিধান সভার (গণপরিষদের) স্পিকার ছিলেন

(ক) জি ভি মভলংকর

(খ) কৃপালানি

(গ) রাজেন্দ্র প্রসাদ

(ঘ) আজাদ


উত্তর: (ক) জি ভি মভলংকর


২৭. গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন-

(ক) ড. রাজেন্দ্র প্রসাদ

(খ) ড. বি আর আম্বেদকর

(গ) ড. সচ্চিদানন্দ সিংহ

(ঘ) আচার্য কৃপালিনী


উত্তর: (ক) ড. রাজেন্দ্র প্রসাদ


২৮. গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল-

(ক) 26 নভেম্বর, 1949

(খ) 26 জানুয়ারি, 1949

(গ) 26 জানুয়ারি, 1950

(ঘ) 25 জানুয়ারি, 1949


উত্তর : (ক);26 নভেম্বর, 1949


২৯. ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়?

(ক) 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট

(খ) 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট

(গ) 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর

(ঘ) 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি


উত্তর : (ঘ) 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি


৩০. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে?

(ক) 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর

(খ) 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি

(গ) 1950 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি

(ঘ) 1950 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি


উত্তর: (গ) 1950 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি


৩১. গণপরিষদের মোট সদস্যসংখ্যা কত ছিল?

(ক) 370

(খ) 360

(গ) 340

(ঘ) 389


উত্তর: (ঘ) 389


৩২. ভারতীয় সংবিধানের রূপকার হলেন-

(ক) ড. রাজেন্দ্র প্রসাদ

(খ) ড. বি আর আম্বেদকর

(গ) সোমনাথ লাহিড়ি

(ঘ) জওহরলাল নেহরু


উত্তর: (খ) ড. বি আর আম্বেদকর


৩৩. সমাজতান্ত্রিক' শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কীভাবে যুক্ত হয়?

(ক) 1952 সালের দ্বিতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে

(খ) 1976 সালের 42 তম সংবিধান সংশোধনের মাধ্যমে

(গ) 1971 সালের 24তম সংবিধান সংশোধনের মাধ্যমে

(ঘ) 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে


উত্তর: (খ) 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে


৩৪. বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপসিল আছে? 

(ক) ৪ টি

(খ) 10 টি

(গ) 12 টি

(ঘ) 13 টি


উত্তর: (গ) 12 টি


৩৫. সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী?

(ক) বিচার বিভাগ

(খ) শাসন বিভাগ

(গ) আইনসভা

(ঘ) মন্ত্রীসভা


উত্তর: (গ) আইনসভা


৩৬. সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী?

(ক) বিচার বিভাগ

(খ) শাসন বিভাগ

(গ) আইনসভা

(ঘ) মন্ত্রীসভা


উত্তর:(গ) আইনসভা


৩৭. সুইটজারল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধানের উদাহরণ?

(কে) লিখিত

(ক) সুপরিবর্তনীয় 

(গ) অলিখিত

(ঘ) মৌলিকতাবিহীন


উত্তর: (ক) লিখিত


৩৮. ব্রিটেনের সংবিধান কীরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ?

(ক) লিখিত

(খ) দুষ্পরিবর্তনীয়

(গ) অলিখিত

(ঘ) নীতিসংঘবদ্ধ


উত্তর:(গ) অলিখিত


৩৯. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কীরূপ সংবিধান?

(ক) অলিখিত

(খ) সুপরিবর্তনীয়

(গ) নীতিসংঘবদ্ধ

(ঘ) দুষ্পরিবর্তনীয়


উত্তর:(ঘ) দুষ্পরিবর্তনীয়


৪০. সংবিধান বা Constitution শব্দটি এসেছে-

(ক) লাতিন শব্দ থেকে

(খ) স্প্যানিশ শব্দ থেকে

(গ) রোমান শব্দ থেকে

(ঘ) জার্মান শব্দ থেকে


উত্তর: (ক) লাতিন শব্দ থেকে


৪১. বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল-

(ক) ব্রিটিশ সংবিধান

(খ) জাপানের সংবিধান

(গ) কানাডার সংবিধান

(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান


উত্তর: (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান


৪২. কোন্ সংবিধানে বিচারবিভাগের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয়?

(ক) দুষ্পরিবর্তনীয় সংবিধানে

(খ) সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান

(গ) মিশ্র সংবিধানে

(ঘ) সুপরিবর্তনীয় সংবিধানে


উত্তর : (ক) দুষ্পরিবর্তনীয় সংবিধানে


৪৩. কোন্ দেশের সংবিধান 200 বছরের অধিককালের সময়ে মাত্র 26 বার সংশোধিত হয়েছে?

(ক) ব্রিটিশ সংবিধান

(খ) অস্ট্রেলিয়ার সংবিধান

(গ) কানাডার সংবিধান

(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান


উত্তর : (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান


৪৪. 'সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ'- কথাটি বলেছেন-

(ক) জেনিংস

(খ) হেগেল

(গ) প্লেটো

(ঘ) অ্যারিস্টট্ল


উত্তর: (ঘ) অ্যারিস্টটল


৪৫. পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হল

(ক) ব্রিটেনের

(খ) মার্কিন যুক্তরাষ্ট্রের

(গ) রাশিয়ার

(ঘ) ভারতের


উত্তর: (ঘ) ভারতের


৪৬. Modern Constitution' বইটির রচয়িতা হলেন-

(ক) কে সি হোয়ার

(খ) সি এফ স্ট্রং

(গ) এ ভি ডাইসি

(ঘ) লর্ড ব্রাইস


উত্তর: (ক) কে সি হোয়ার


৪৭. কোথায় ক্রীতদাস, শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হত না?

(ক) প্রাচীন গ্রিসে

(খ) ভারতে

(গ) মিশরে

(ঘ) ইতালিতে


উত্তর: (ক) প্রাচীন গ্রিসে


৪৮. সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য”-কে বলেছেন?

(ক) অ্যারিস্টটল

(খ) প্লেটো

(গ) রুশো

(ঘ) রাসেল


উত্তর: (ক) অ্যারিস্টটল


৪৯. নাগরিকের সদাজাগ্রত দৃষ্টি হল স্বাধীনতার রক্ষাকবচ”-এ কথা কে বলেছেন?

(ক) গ্রিন

(খ) ল্যাস্কি

(গ) গার্নার

(ঘ) লর্ড ব্রাইস


উত্তর: (ঘ) লর্ড ব্রাইস


৫০. ভারতে কীরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে?

(ক) দ্বিনাগরিকত্ব

(খ) একনাগরিকত্ব

(গ) কেন্দ্রীয় নাগরিকত্ব

(ঘ) রাজ্য নাগরিকত্ব


উত্তর : (খ) একনাগরিকত্ব

Post a Comment

Previous Post Next Post