Q. অক্ষরবৃত্ত, তানপ্রধান বা মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি কি কি?

উত্তর : চরণের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা তান যুক্ত ধীর লয় আশ্রিত ৮ বা ১০ মাত্রার পূর্ণ পর্বে গঠিত যে ছন্দে একক ও শব্দান্তরস্থিত রুদ্ধ অক্ষর দুমাত্রা, মুক্ত অক্ষর ও আদি মধ্য রুদ্ধ অক্ষর একমাত্রার তাকে অক্ষরবৃত্ত, তানপ্রধান বা মিশ্রকলাবৃত্ত ছন্দ বলে।


বৈশিষ্ট্য:

১. চরণের শুরু থেকে শেষ পর্যন্ত একটা তান থাকে।

২. এই ছন্দের লয় ধীর হয়।

৩. মুক্ত অক্ষর, শব্দের আদি, মধ্য রুদ্ধ অক্ষর একমাত্রার হয় এবং একক রুদ্ধ অক্ষর ও শেষের শেষ রুদ্ধ অক্ষর দুই মাত্রার হয়।

৪. পূর্ণ পর্ব সাধারণত ৮ বা ১০ মাত্রার হয়।

৫. শোষণ শক্তি এই ছন্দের একটি বিশেষ লক্ষণ।

৬. সাধারণ কথা, আখ্যানকাব্য, মহাকাব্য ও যেকোনো ধরনের কবিতার রচনা এই ছন্দে করা সম্ভব।

৭. কথাবার্তা গদ্যের মতো হয়।

৮. এই ছন্দ রীতি থেকে অমিত্রাক্ষর, গৈরিশ, মুক্তক, গদ্যকবিতা, ও সনেট প্রভৃতির সৃষ্টি হয়েছে।

Post a Comment

Previous Post Next Post