ক্লাস 9 ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর: Class 9 Physical Science Short Questions and Answers
তৃতীয় অধ্যায় : পদার্থ - গঠন ও ধর্ম
Physical Science MCQ Type প্রশ্ন-উত্তর
1) চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কী ?
উত্তর:- চাপ = ঘাত/ক্ষেত্রফল
2) চাপের S.I একক কী ?
উত্তর:- = N/m²
3) ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে কী হয় ?
উত্তর:- বৃষ্টির সম্ভাবনা
4) ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কী হয় ?
উত্তর:- ঝড়ের সম্ভাবনা
5) পাস্কেল কিসের একক ?
উত্তর:- চাপের S.I একক
6) ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে গেলে কী হয় ?
উত্তর:- বায়ুতে জলীয়বাষ্পের অনেক কমে যায়।
7) পৃষ্ঠটানের মাত্রার সংকেত কী ?
উত্তর:- MT -²
(MT to the power -2)
8) ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে কী হবে ?
উত্তর:- কোনো পাঠ দেবে না
9) ব্যারোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয় ?
উত্তর:- বায়ুর চাপ
10) তরলের অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়া করে কি ?
উত্তর:- না, করে না।
11) 1 বায়ুমন্ডলীয় চাপ = কত টর ?
উত্তর:- 760 টর
12) তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে ?
উত্তর:- কমে
13) তরলের কোন ধর্মের জন্য শহরের বাড়ি, অফিস ও বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা যায়?
উত্তর:- তরলের সমোচ্চশীলতা ধর্ম
14) বার্নোলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত ?
উত্তর:- শক্তির সংরক্ষণ নীতি
15) তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে প্রান্তীয় বেগের মান কীরূপ পরিবর্তন হয় ?
উত্তর:- উভয়ক্ষেত্রেই হ্রাস পাবে।
16) কোন উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায় ?
উত্তর:- সংকট উষ্ণতায়
17) ইয়ং গুনাঙ্কের মাত্রার সংকেত কী ?
উত্তর:- ML-¹ T-²
(M L to the power -1 T to the power -2)
18) উষ্ণতার পরিবর্তনের জন্য তরলের সান্দ্রতার কীরূপ পরিবর্তন ঘটে ?
উত্তর:- তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা হ্রাস পায়।
19) তরলের সান্দ্রতার সাথে ওর সচলতার সম্পর্ক কী?
উত্তর:- যে তরলের সান্দ্রতা যত বেশি সেই তরলের সচলতা তত কম।
20) পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক ?
উত্তর:- বিকৃতি
21) জলে সাবান দিলে —
উত্তর:- পৃষ্ঠটান কমে
22) পীড়নে ও যে রাশির একক অভিন্ন, তা হল —
উত্তর:- স্থিতিস্থাপক গুনাঙ্ক
23) খাড়াভাবে নিমজ্জিত কৈশিক নলে তরলে ওঠা/নামার কারন হল —
উত্তর:- পৃষ্ঠটান
24) তরলের ঘনত্ব = বস্তুর ঘনত্ব হলে বস্তু —
উত্তর:- ডুবে ভাসবে
25) উত্তল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয়, কারন —
উত্তর:- পৃষ্ঠটান
26) পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয়বেগ লাভ করার কারন —
উত্তর:- বায়ুর সান্দ্রতার জন্য
27) সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান —
উত্তর:- শূন্য হয়
28) উষ্ণতা বৃদ্ধিতে পৃষ্ঠটান —
উত্তর:- কমে
29) পৃষ্ঠটানের একক কোন রাশির এককের সঙ্গে অভিন্ন —
উত্তর:- স্প্রিং-এর বল ধ্রুবক
30) উষ্ণতা বাড়লে ইয়াং গুনাঙ্কের কীরূপ পরিবর্তন হয় ?
উত্তর:- হ্রাস পায়।
31) কোনটির উপর তরলের সান্দ্রতা নির্ভর করে না?
উত্তর:- চাপ
32) তামার ঘনত্ব 8.9 g/cm³, তামার আপেক্ষিক ঘনত্ব হবে —
উত্তর:- 8.9
33) ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারন —
উত্তর:- পৃষ্ঠটান
34) ঘনত্বের S.I একক কী?
উত্তর:- kg/m³
35) সাইফনে ছোটো বাহুর উল্লম্ব উচ্চতা ........... হলে সাইফন কাজ করে না।
উত্তর:- > 34 ফুট
36) পৃষ্ঠটান বল কাজ করে —
উত্তর:- তরলের স্পর্শকীয় ভাবে
37) কোন বিষয়ের উপর পৃষ্ঠটান নির্ভর করে না ? —
উত্তর:- বায়ুচাপ
38) সান্দ্রতা হল —
উত্তর:- প্রবাহীর ধর্ম
39) সান্দ্রতাঙ্কের মাত্রা কী?
উত্তর:- ML-¹T-¹
40) লোহা ও কাঁচের মধ্যে কার ভঙ্গুরতা কম ?
উত্তর:- লোহা
41) তরলের বেগ একটা সীমা অতিক্রম করলে বেগ অশান্ত হয়। এই বেগকে বলে —
উত্তর:- সংকট বেগ
42) সান্দ্রতা না থাকলে তরলের সংকট বেগ —
উত্তর:- শূন্য হয়
43) তরলের ঘনত্ব = p, নির্দেশতল থেকে h উচ্চতায় তরলের স্থিতিশক্তি —
উত্তর:- pgh
44) রঙ করা তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলি পরস্পরের গায়ে লেগে যায় কেন?
উত্তর:- পৃষ্ঠটানের জন্য
45) স্থিতিস্থাপক গুনাঙ্ক মাত্রাগতভাবে প্রদত্ত কোনটির সমতুল্য ? —
উত্তর:- ঃ- পীড়ন
46) জলে সাবান যোগ করলে জলের ........... কমে যায়।
উত্তর:- পৃষ্ঠটান
47) স্প্রিং এর দৈর্ঘ্য 2 cm বৃদ্ধি করার জন্য 50 N বল প্রয়োগ করতে হলে স্প্রিং এর বল ধ্রুবক কত হবে ?
উত্তর:- 50 N = 5 × 100000 dyne
অতএব, বলধ্রুবক (k) = F/x
= 5 × 100000 / 2 = 250000 dyne/cm
48) নিউটনের সান্দ্রতা সূত্র মেনে চলে —
উত্তর:- শান্ত ও অশান্ত প্রবাহ
49) ইয়ং গুনাঙ্ক দেখা যায় —
উত্তর:- কঠিন পদার্থে
50) উষ্ণতা বাড়লে ইয়াং গুনাঙ্কের মান —
উত্তর:- কমে যায়
51) বার্নৌলির নীতি অনুযায়ী, প্রবাহীর বেগ কম হলে চাপ ......... হয়।
উত্তর:- বেশি হয়
52) বিমান আকাশে ওড়ার কারন কী ?
উত্তর:- বার্নৌলির নীতি
53) ভাসমান বস্তুর আপাত ওজন ........ হয়।
উত্তর:- শূন্য হয়
54) .............. বলকে তরলের অভ্যন্তরীণ ধর্ষন বলে।
উত্তর:- সান্দ্রবলকে
55) বৃষ্টির ফোঁটা ............ বেগ নিয়ে নীচে নামে।
উত্তর:- প্রান্তিক বেগ বা সীমান্ত বেগ নিয়ে নীচে নামে
56) স্থিতিস্থাপক সীমার মধ্যে
.......... বিকৃতির সমানুপাতিক।
উত্তর:- পীড়ন
57) তরলের বেগ একটি সীমা অতিক্রম করলে বেগ অশান্ত হয়। এই বেগকে বলা হয় —
উত্তর:- সংকট বেগ